সপ্তাহজুড়ে লেনদেন কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে

Date: 2023-03-25 10:00:14
সপ্তাহজুড়ে লেনদেন কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে
বিদায়ী সপ্তাহে সূচকের পতনে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে ৪৮৩ কোটি ৭৪ লাখ টাকা বাজার মূলধন কমেছে।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি ৯৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪৮৩ কোটি ৭৪ লাখ কমেছে।বিদায়ী সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৭৬২ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭৭৮ কোটি ৭ লাখ কমেছে।সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক .৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৩ পয়েন্টে এবং ২ হাজার ২১৮ পয়েন্টে।বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ২৮২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৮টির , কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৪ কোটি ১৪ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৫৭ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৭ কোটি ১ লাখ টাকা টাকার।সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই .১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টির দর বেড়েছে, ৪৫টির দর কমেছে এবং ১৮৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

Share this news