সপ্তাহজুড়ে ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ৪৭ কোম্পানি
: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১৫টির কোম্পানি শেয়ারদর ফ্লোর প্রাইসে ছিল। কোম্পানিগুলোর মধ্যে কিছু শেয়ার ফ্লোর প্রাইসের গন্ডি পার করলেও পরে আবারও ফ্লোর প্রাইসে ফিরে আসছে। আর কিছু শেয়ার কোনভাবেই ফ্লোর প্রাইসের গন্ডি অতিক্রম করতে পারছে না। তবে আগের সপ্তাহ থেকে কিছুটা কমতে শুরু করেছে ফ্লোর প্রাইসে থাকা শেয়ারের সংখ্যা। বিদায়ী সপ্তাহে ফ্লোর প্রাইসে ফিরে এসেছে আরও ৪৭ কোম্পানির শেয়ার।আগের থেকে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং বৃহস্পতিবার ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ২১৫টি। বিদায়ী সপ্তাহে ফ্লোর প্রাইসে ফেরা ৪৭টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ২২৯টিতে।বিদায়ী নতুন করে ফ্লোর প্রাইসে আসা ৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ম্যাকসন স্পিনিং, সী পার্ল হোটেল, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইনটেচ, বাটা সু, ইস্টার্ণ লুব্রিকেন্টস, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, রূপালী ইন্স্যুরেন্স, দেশবন্ধু গার্মেন্টস, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিক্স, নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আমান ফিড, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, বিবিএস ক্যাবলস, আরগন ডেনিমস, বিএসআরএম স্টিল, এনসিসিবিএল ফাস্টা মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, প্রভাতি ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, অগ্রণি ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল, এসিআই ফর্মুলেশন, হা-ওয়েল টেক্সটাইল, এসএস স্টিল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, আমান কটন ফেব্রিক্স, আরডি ফুড, এসিআই লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড।