সপ্তাহজু‌ড়ে ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ১৬ কোম্পানি

Date: 2022-10-09 11:00:12
সপ্তাহজু‌ড়ে ফ্লোর প্রাইসে ফিরেছে আরও ১৬ কোম্পানি
আ‌গের সপ্তা‌হেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯১ টির কোম্পানি ফ্লোর প্রাইসে ছি‌লো। গত সপ্তা‌হে ফ্লোর প্রাইস থে‌কে শেয়ারদর বে‌ড়ে‌ছে ১৮‌টি কোম্পা‌নির। আজ নতুন ক‌রে আরও ১৬টি কোম্পা‌নির শেয়ারদর ফ্লোর প্রাই‌সে ফি‌রে‌ছে।আগের সপ্তা‌হে ফ্লোর প্রাইসে থাকা প্রতিষ্ঠান এবং গত সপ্তা‌হে ফ্লোর প্রাইসে ফেরা প্রতিষ্ঠান মিলে ফ্লোর প্রাইসের মোট প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ১৮৯টি। সেখান থে‌কে ১৮টি কোম্পা‌নি ফ্লোর প্রাই‌স থে‌কে উপ‌রে উ‌ঠে‌ছে। আজকের ফ্লোর প্রাইসে ফেরা ১৬টি নিয়ে ফ্লোর প্রাইসে অবস্থান করা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ১৮৯টিতে।গত সপ্তা‌হে ফ্লোর প্রাই‌সে ফেরা কোম্পা‌নি ড‌্যা‌ফো‌ডিল ক‌ম্পিউটার, ফু ওয়াং সিরা‌মিকস, মাইডাস ফাইন‌্যান্স, ওয়াইম‌্যাক্স, সেনা কল‌্যাণ ইন্স‌্যু‌রেন্স, সানলাইফ ইন্স‌্যু‌রেন্স, প্রিমিয়ার লিজিং, জি‌বি‌বি পাওয়ার, মেঘনা লাইফ ইন্স‌্যু‌রেন্স, ইসলা‌মি ব‌্যাংক, সমতা লেদার, ইন‌টেচ, বি‌ডি থাই ফুড, সিলভা ফার্মা, সেন্ট্রাল ইন্স‌্যু‌রেন্স এবং‌ লিগ‌্যাসী ফুটওয়‌্যার লি‌মি‌টেড।

Share this news