সপ্তাহজুড়ে ফ্লোর প্রাইসে ফিরেছে ২৭ কোম্পানির শেয়ার
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগে থেকেই ২০৫টি কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে ছিলো। এর সাথে গত সপ্তাহে আরও ২৭টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরেছে। এতে করে মোট ফ্লোর প্রাইসে অবস্থাননতুন করে ফ্লোর প্রাইসে ফেরা ২৭টি কোম্পানির মধ্যে রয়েছে আজিজ পাইপস, এমবি ফার্মা, ফার কেমিক্যালস, জিকিউ বলপেন, সিলকো ফার্মা, নর্দাণ ইসলামি ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং মিলস, বিডিকম, ঢাকা ব্যাংক, এমারেল্ড অয়েল, বিডি ফাইন্যান্স, স্কয়ার টেক্সটাইল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ঢাক্কা ডাইং, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ম্যাকসন স্পিনিং, সিভিও পেট্রোলিয়াম, আমান কটন, ইস্টার্ণ ব্যাংক, দেশ গার্মেন্টস, বার্জার পেইন্টস, এপেক্স স্পিনিং এবং রেক্কিট বেনকিজার লিমিটেড। করা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২৩২টিতে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।