সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৪.০৬%
![সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৪.০৬%](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3532/weekly.jpg)
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনও নেমেছে তলানিতে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৪.০৬ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৮৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৫৮২ টাকার বা ২৪.০৬ শতাংশ লেনদেন কমেছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ২ হাজার ২০৩ পয়েন্টে নেমেছ।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৭০ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৭৫টির। আর ২৭৭টির দাম ছিল অপরিবর্তিত।