সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮.২৩%

Date: 2023-11-11 06:00:06
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮.২৩%
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮.৩৩ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪০২ কোটি ৩৩ লাখ টাকার বা ১৮.৩৩ শতাংশ লেনদেন বেড়েছে।ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৩ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ০.০৬ শতাংশ কমে ৬ হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে দশমিক ২৪ শতাংশ।আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬টির।

Share this news