সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৮.৩৪%

Date: 2023-10-28 10:00:07
সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৮.৩৪%
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে টাকার অংকে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসতে গড় লেনদেন কমেছে ৮.৩৪ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪৫৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন ছিল ৫০০ কোটি ৫৬ লাখ টাকার। এই হিসাবে ডিএসইর লেনদেন কমেছে ৪১ কোটি ৭৩ লাখ টাকার বা ৮.৩৪ শতাংশ।গত সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই হিসাবে ডিএসইর সার্বিক লেনদেন কিছুটা কমেছে।গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৬৭ কোটি ৪৯ লাখ টাকার বা ২৬.৬৭ শতাংশ লেনদেন কমেছে।ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১৩ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৮৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে।সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ০৮ শতাংশ।আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।

Share this news