সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৩৫.৩১%

Date: 2023-02-24 16:00:22
সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৩৫.৩১%
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৩৫.৩১ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিদিন ২৭৩ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪২২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইর গড় লেনদেন কমেছে ১৪৯ কোটি ১১ লাখ ১৩ হাজার ৬৯২ টাকার বা ৩৫.২১ শতাংশ।LankaBangla securites single pageগত সপ্তাহে ডিএসইতে মাত্র ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে কমেছে ডিএসইর লেনদেনের পরিমাণও। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯২ কোটি ২৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকার বা ৪৮.২৫ শতাংশ লেনদেন কমেছে।ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪১ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ কমে ৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৭৬ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৫৩টির। আর ১৮২টির দাম ছিল অপরিবর্তিত।

Share this news