সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৯.৯৪%

Date: 2023-04-18 21:00:25
সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৯.৯৪%
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৯.৯৪ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সদ্য সমাপ্ত সপ্তাহে পবিত্র শবে-কদর ও ঈদুল ফিতরের ছুটি থাকায় ডিএসইতে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হয়েছে। এর ফলে ডিএসইর সার্বিক লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে।LankaBangla securites single pageসপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৪৭৫ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ ৭৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৬১ কোটি ৩ লাখ ৯ হাজার ৬৪৬ টাকার বা ৩৪.০৩ শতাংশ লেনদেন কমেছে।ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে দশমিক ২২ শতাংশ বা ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৮৯ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৪৪টির। আর ২৫০টির দাম ছিল অপরিবর্তিত।

Share this news