সপ্তাহজুড়ে ডিএসইতে ৭৬.৫১% লেনদেন বেড়েছে
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৬.৫১ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ১৫ লাখ ৬০ হাজার ১৫২ টাকার বা ৭৬.৫১ শতাংশ লেনদেন বেড়েছে।LankaBangla securites single pageডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে দশমিক পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বা ৭.৪১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৫৮টির। আর ২৪৪টির দাম ছিল অপরিবর্তিত।