সপ্তাহজুড়ে ব্লকে নয় কোম্পানির সর্বোচ্চ লেনদেন

Date: 2023-02-10 00:00:15
সপ্তাহজুড়ে ব্লকে নয় কোম্পানির সর্বোচ্চ লেনদেন
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪২টি কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এরমধ্যে নয়টি কোম্পানির ১০ কোটি টাকারও বেশি শেয়ার লেনদেন হতে দেখা গেছে। এরমধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ ৭২ কোটি টাকা থেকে সর্বনিন্ম ১১ কোটি টাকার পযন্ত শেয়ার লেনদেন হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই নয় কোম্পানির মধ্যে রয়েছে সী পার্ল রিসোর্ট, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার, বিডি ফাইন্যান্স, বেক্সিমেকা ফার্মা, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।গেলো সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে এই নয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার। এরমদ্যে সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার। দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আর তৃতীয় অবস্থানে রয়েছে বিডি ফাইন্যান্স লিমিটেড।জানা গেছে, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সী পার্ল রিসোর্টের ৭২ কোটি ০৪ লাখ, আইপিডিসি ফাইন্যান্স ৩৫ কোটি ০৩ লাখ, সোনালী পেপার ২৫ কোটি ৬২ লাখ, বিডি ফাইন্যান্স ২১ কোটি ৪৭ লাখ, বেক্সিমকো ফার্মা ১৭ কোটি ৬৬ লাখ, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ১৬ কোটি ৭৫ লাখ, বেক্সিমকো ১৬ কোটি ৩২ লাখ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ১২ কোটি ৮৪ লাখ এবং ইসলামি ব্যাংক ১১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news