সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৭ কোম্পানির বিশাল লেনদেন
বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১৫০ কোটি ৬০ লাখ ১৯ হাজার টাকার। ডিএসইর পুরো সপ্তাহের ব্লক মার্কেট বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার, সী-পার্ল হোটেল, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা।কোম্পানিগুলোর মধ্যে শেয়ার লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৪ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৩৪ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকার, সোনালী পেপারের ৩১ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ২৩ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার টাকার, এডিএন টেলিকমের ৯ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ৭ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকার।