সপ্তাহজুড়ে ১০ খাতে লেনদেন বেড়েছে সাড়ে ৫৪ কোটি টাকা

Date: 2023-12-31 08:00:07
সপ্তাহজুড়ে ১০ খাতে লেনদেন বেড়েছে সাড়ে ৫৪ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (২৪-২৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ খাতে লেনদেন বেড়েছে ৫৪ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।খাতগুলো হলো- লাইফ ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ফান্ড, ভ্রমণ ও অবকাশ, বিদ্যুত ও জ্বালানী, জেনারেল ইন্স্যুরেন্স, সেবা ও আবাসন, ব্যাংক, প্রিন্টিং ও প্রকাশনা, সিমেন্ট এবং টেলিকমিউনিকেশন খাত।জানা যায়, খাতগুলোর মধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৬ কোটি ৭৭ লাখ টাকা বেশি।সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে মিউচ্যুয়াল ফান্ডে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে এ খাতের ৫৭ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১২ কোটি ৭৭ লাখ টাকা বেশি।সপ্তাহজুড়ে তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে এ খাতের ২৩ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি।সপ্তাহজুড়ে অন্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৪ কোটি ৭৩ লাখ টাকা , জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৪০ কোটি ৪৩ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ৫ কোটি ৪৫ লাখ টাকা, ব্যাংক খাতে ১৪ কোটি ৭২ লাখ টাকা, প্রিন্টিং ও প্রকাশনা খাতে ২৪ কোটি ৩৩ লাখ টাকা, সিমেন্ট খাতে ৭ কোটি ৭৬ লাখ টাকা এবং টেলিকমিউনিকেশন খাতে ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news