সপ্তাহের শুরুতে আগ্রহ বেশি বস্ত্র খাতে

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সব সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। গতকাল সূচকের উত্থানের সঙ্গে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল বস্ত্র খাতের শেয়ারে। এর ফলে আলোচিত খাতটিতে শেয়ার দর বেশি বেড়েছে। এরপর শেয়ার দর বেশি বেড়েছে কাগজ ও মুদ্রণ খাতের শেয়ারে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে সেবা ও আবাসন এবং প্রকৌশল খাতের শেয়ার।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা বস্ত্র খাতের শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৮০ শতাংশ। এদিন খাতটিত মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টি কোম্পানির এবং কমেছে ২টির। আর বাকি শেয়ারগুলোর দর অপরিবর্তিত ছিল। দ্বিতীয় স্থানে থাকা কাগজ খাতের শেয়ার দর গতকাল বেড়েছে ১ দশমিক ২০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২টি কোম্পানির শেয়ারের এবং কমেছে ৩টির।শেয়ার দর বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে থাকা সেবা খাতের শেয়ার দর দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ২টির দাম বেড়েছে এবং ২টির কমেছে।এদিকে বিনিয়োগকারীদের আগ্রহের চতুর্থ স্থানে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানির শেয়ার। এ খাতে গতকাল শেয়ার দর বেড়েছে দশমিক ৯০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং ১০টির শেয়ার দর কমেছে।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ার দর বেশি কমেছে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে শেয়ার দর কমেছে ৪ দশমিক ২০ শতাংশ। এরপর বেশি কমেছে জুট খাতের কোম্পানির শেয়ারে। এদিন জুট খাতে শেয়ার দর কমেছে ১ দশমিক ৭০ শতাংশ। শেয়ার দর কমায় তৃতীয় স্থানে থাকা জীবন বীমা খাতের শেয়ারের দর কমেছে ১ শতাংশ।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয় বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিবিধ খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৫০ শতাংশ লেনদেন হয়েছে। ১৫ দশমিক ৩০ শতাংশ লেনদেন হওয়া প্রকৌশল খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা বস্ত্র খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে।গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩১ দশমিক ৫৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ দশমিক ৮২ বা দশমিক ২৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪২৩ দশমিক ৫৫ পয়েন্টে এবং ২ হাজার ৩৩৩ দশমিক ৮২ পয়েন্টে।ডিএসইতে গতকাল এক হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১৬ কোটি ৪৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার। ডিএসইতে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩০ দশমিক ৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৮১টির বা ২১ দশমিক ৭২ শতাংশের এবং ১৭৭টির বা ৪৭ দশমিক ৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল