সপ্তাহের শুরুর সূচকেই আটকে আছে শেয়ারবাজার

চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্বোধনী বা শুরুর সূচক ছিল ৫ হাজার ৩১৬ পয়েন্ট। সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবারও ডিএসইর প্রধান সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের লেনদেন যেখান থেকে শুরু হয়েছিল, শেষ লেনদেনও সেখানে আটকে আছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ৫ কর্মদিবসের মধ্যে ২ কর্মদিবস অর্থাৎ রোববার ও মঙ্গলবার সূচকের পতন হয়েছে। বাকি ৩ কর্মদিবস- সোমবার, বুধবার ও আজ বৃহস্পতিবার সূচকের উত্থান হয়েছে।আলোচ্য ৫ কর্মদিবসের মধ্যে ২ কর্মদিবসে ডিএসইর সূচক কমেছে ৮৬ পয়েন্ট। বিপরীতে ৩ কর্মদিবসে সূচক বে ড়েছে ৮৬ পয়েন্ট।সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে।এমন খবরে এদিন লেননেদের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন দেখা যায়। দিনের মধ্যভাগে ডিএসইর সূচক ৯১ পয়েন্টের বেশি উঠে লেনদেন হয়। তবে এ সময়ে মুনাফা তোলার চাপ বেড়ে যাওয়ায় সূচক নিচে নামতে থাকে। শেষ বেলায় সূচকের উত্থান ৩৯ পয়েন্টে স্থির হয়।বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে আইসিবি সেই ৩ হাজার কোটি টাকা পেতে পারে। যার ফলে আগামী সপ্তাহে বাজারে চাঙ্গাভাব দেখা যেতে পারে।