সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেন কমেছে ৬.৯১ শতাংশ

Date: 2023-02-03 16:00:19
সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেন কমেছে ৬.৯১ শতাংশ
বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি-০২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৬ দশমিক ৯১ শতাংশ।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৪৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১০ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকার বা ৬ দশমিক ৯১ শতাংশ।সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০১ দশমিক ৫২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৯৬ পয়েন্টে।একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচকে ০ দশমিক ০৩ পয়েন্ট যোগ হয়েছে এবং ‘ডিএসই এস’ সূচক ০ দশমিক ৫৮ পয়েন্ট হারিয়েছে।আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির। আর ২০৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ১৫টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

Share this news