সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে সাড়ে ৩১%

Date: 2022-11-26 16:00:09
সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে সাড়ে ৩১%
এক সপ্তাহের ব্যবধানে সাড়ে ৩১ শতাংশ লেনদেন কমে গেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গত সপ্তাহ শেষে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমে নেমে এসেছে প্রায় ৪১৪ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৬০৪ কোটি টাকা।]লেনদেনের পাশাপাশি কমেছে সূচকও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ শেষে ৫১ পয়েন্ট কমে নেমে এসেছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতনের কারণেই সূচকও কমেছে। তবে শেয়ারবাজারে এখন ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তরে আটকে যাওয়া কোম্পানির সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে এসব শেয়ারের দাম অপরিবর্তিত থাকছে, যার কোনো প্রভাব সূচকে পড়ছে না। তবে এসব কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় লেনদেনে তার নেতিবাচক প্রভাব পড়ছে।ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে দাম অপরিবর্তিত থাকা কোম্পানির সংখ্যা ছিল ২৭৫টি। আগের সপ্তাহে এ রকম কোম্পানির সংখ্যা ছিল ২৬৫টি। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে নতুন করে আরও ১০টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে নেমে এসেছে। এর বাইরে সপ্তাহ শেষে মূল্যবৃদ্ধির তালিকায় ছিল ২৩ কোম্পানি আর দরপতন হয়েছে ৮০টির। অথচ আগের সপ্তাহে ৪৪টি প্রতিষ্ঠানের দর বেড়েছিল আর কমেছিল ৭৬টির দাম।

Share this news