সপ্তাহের ব্যবধানে গেইনারের ১০ কোম্পানি এ ক্যাটাগরিতে

Date: 2022-12-03 00:00:14
সপ্তাহের ব্যবধানে গেইনারের ১০ কোম্পানি এ ক্যাটাগরিতে
সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ২৭ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, বিদায়ী সাপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ২১৫ টাকা ৭০ পয়সা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৫.২৯ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে থাকা মুন্নো এগ্রোর গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ১৪.৭৬ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ১৪.৪৪ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরির তৃতীয় স্থানে রয়েছে।এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বীকন ফার্মাসিউটিক্যালস, এ্যাপেক্স ফুডস, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ মনোস্পুল পেপার, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Share this news