সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ডিএসইএক্স সূচক বাড়লেও লেনদেন কমেছে

Date: 2022-12-03 00:00:15
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ডিএসইএক্স সূচক বাড়লেও লেনদেন কমেছে
: বিগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৩০ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে।আর সপ্তাহের ব্যবধানে বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৬ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ বেড়ে ২ হাজার ২১৬ পয়েন্টে উঠেছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ বেড়েছে।গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার বা ২.০৯ শতাংশ লেনদেন কমেছে।ডিএসইতে গত সপ্তাহে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৪০টির। আর ২৭১টির দাম ছিল অপরিবর্তিত।একইসাথে ডিএসইতে বাজার মূলধনে ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১২১ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার বা দশমিক ০২ শতাংশ বাজার মূলধন বেড়েছে।সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকায়।

Share this news