স্পট মার্কেটে যাচ্ছে লাফার্জহোলসিম বাংলাদেশ

Date: 2022-12-02 16:00:10
স্পট মার্কেটে যাচ্ছে লাফার্জহোলসিম বাংলাদেশ
লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও সোমবার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। এ সময়ে কোম্পানিটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে মঙ্গলবার রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।চলতি ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য দ্বিতীয় দফায় ১৮ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশের সুপারিশ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট মঙ্গলবার। এর আগে চলতি হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদনের আলোকে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে লাফার্জহোলসিম বাংলাদেশ, যা এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৩০ কোটি ৮১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩০৮ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২১ কোটি ৯৪ লাখ টাকা বা ৭ দশমিক ১০ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৬ পয়সা।

Share this news