স্পট মার্কেটে লেনদেন শুরু ১৫ কোম্পানির

Date: 2022-11-26 16:00:11
স্পট মার্কেটে লেনদেন শুরু ১৫ কোম্পানির
রেকর্ড ডেটের আগে আজ ২৭ নভেম্বর থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি।কোম্পানিগুলো হলো- বিডি সার্ভিস, এটলাস বাংলাদেশ, গোল্ডেনসন, মোজাফ্ফর হোসেন স্পিনিং, হামিদ ফেব্রিক্স, ইন্দোবাংলা ফার্মা, বঙ্গজ, ঢাকা ডায়িং, নাভানা ফার্মা, সিনোবাংলা, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, আমান ফিড, তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং।স্পট মার্কেটে এসব কোম্পানির লেনদেন চলবে ২৭-২৮ নভেম্বর।ডিভিডেন্ডের মালিকানা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ নভেম্বর এই ১৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

Share this news