সোনার দাম ভরিতে ৭৬৯৮ টাকা বাড়ার পর কমছে ১১৬৬
![সোনার দাম ভরিতে ৭৬৯৮ টাকা বাড়ার পর কমছে ১১৬৬](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6117/prothomalo-bangla-2023-03-a7793164-6912-4a3a-936c-01c4a74ec8b5-prothomalo_import_media_2020_07_27_32b940be753f1aa5201b9dbe12ee9ee0_5f1e91af29bf8.webp)
দেশের বাজারে সোনার দাম ভরিতে একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানোর তিন দিন পর কমছে ১ হাজার ১৬৬ টাকা। তাতে ভালো মান, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা। দর কমলেও এটি দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দাম।বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার আটটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। কাল বুধবার সারা দেশে নতুন দরে সোনার অলংকার বিক্রি হবে।বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় গত রোববার সোনার দাম ভরিতে একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ায় জুয়েলার্স সমিতি। এতে সোনার দাম ভরিতে ৯৮ হাজার ৭৯৪ টাকায় পৌঁছে যায়, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ।দাম কমায় কাল বুধবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৬ হাজার ৫৪৩ টাকায়।আজ মঙ্গলবার পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ৯৮ হাজার ৭৯৪ টাকা, ২১ ক্যারেট ৯৪ হাজার ৩০৩, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ৩০১ টাকায় বিক্রি হয়েছে। তার মানে কাল থেকে ২২ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৪ এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমছে ৭৫৮ টাকা।সোনার দাম কমানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কিছুটা কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।