সোনালী পেপারের শেয়ার নিয়ে বেকায়দায় কারসাজি চক্র!
![সোনালী পেপারের শেয়ার নিয়ে বেকায়দায় কারসাজি চক্র!](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5496/SONALI-PAPER.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার নিয়ে বেকায়দায় পড়েছে কারসাজি চক্র। দীর্ঘদিন কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি করছে একটি চক্র। সেই চক্র মন্দা বাজারেও কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টায়ও এই চক্রটি ব্যর্থ হয়েছে। যার কারণে এখন কোম্পানিটির শেয়ার নিয়ে বেকায়দায় রয়েছে সেই কারসাজি চক্র।শেয়ারবাজার বিশ্লেষণ করে দেখা গেছে, গত ০৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদরকে ফ্লোর প্রাইস থেকে তুলে ডানে হল্ট করে ৬৬১ টাকায় ক্লোজ করেছে। এরপর ১২ ফেব্রুয়ারিও বৃদ্ধি করেছে কোম্পানিটির শেয়ারদর। তারপরের দিন কিছুটা দর কমলেও ১৪ ফেব্রুয়ারি আবারও কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি করে বিনিয়োগকারীদের এই শেয়ারে আকৃষ্ট করা চেষ্টা করেছে।কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি করে বিনিয়োগকারীদের বুঝানোর চেষ্টা করেছে সেই চক্র বাজারে আবারও সক্রিয় হয়েছে। তাই শেয়ারবাজারে সেই আলোচিত কারসাজি চক্র পূর্বের মতো টানা কোন কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি করলেই বিনিয়োগকারীরা হুড়মুড়ি খেয়ে সেই শেয়ারে বিনিয়োগ করবে। আর কারসাজি চ্রক নিজেদের শেয়ার বিক্রি করবে। কিন্তু কারসাজি চক্রের সেই পূর্বের মতো প্রলোভনীয় ফাঁদে বিনিয়োগকারীরা পা দেয়নি।কারণে সেই চক্রের ফাঁদে পড়ে হাজারও বিনিয়োগকারী পথে বসেছে। তাই সেই কারসাজি চক্রের পাতানো ফাঁদে আর সহজে বিনিয়োগকারীরা পড়বেনা। যার কারণে সোনালী পেপারের শেয়ারে লোভনীয় ফাঁদও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেনি। যার কারণে দুই তিন দিন কোম্পানিটির শেয়ার টেনে উপরের দিকে উঠানোর চেষ্টা করেও হতাশ হতে হয়েছে কারসাজি চক্র।বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে শেয়ার খাওয়াতে না পাড়ায় সোনালী পেপারের শেয়ারদর আবারও ফ্লোর প্রাইসে ৬১৫ টাকা ১০ পয়সায় ফিরে এসেছে আজ (২০ ফেব্রুয়ারি)। যা সেই কারসাজি চক্রের অসহায়ত্বের বহির প্রকাশ বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টারা।বিনিয়োগকারীরা বলছেন, এই কারসাজি চক্রের কারণে বিনিয়োগকারীরা পথে বসেছে। তাই এই চক্র আরও বেশি মুনাফা দেখিয়েও যদি ফাঁদ পাতে, সেই ফাঁদেও বিনিয়োগকারীরা পা দিবেনা।