সোনালী আঁশের স্টক বিওতে প্রেরণ
![সোনালী আঁশের স্টক বিওতে প্রেরণ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4645/Sonali-ansh-logo-%281%29.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ লিমিটেড ডিভিডেন্ডের স্টক শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের স্টক শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ সোমবার ২৩ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।উল্লেখ্য, আলোচ্য সময়ে সোনালী আঁশ ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।