সোনা কেনার পরিমাণ বাড়িয়েছে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো

বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনার পরিমাণ বাড়িয়েছে। ২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রায় এক হাজার ১৩৬ টন সোনা মজুদ করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৫০ টন বেশি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলকে উদ্ধৃত করে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা মজুদের এই পরিমাণ গত ৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জ্যেষ্ঠ বাজারবিশ্লেষক লুইস স্ট্রিট রয়টার্সের ওই প্রতিবেদনে বলেন, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ আশ্রয়ের সম্পদ হিসেবে বেশি পরিমাণ সোনা মজুদের ওপর জোর দিচ্ছে। এ কারণে সোনা কেনার পরিমাণও বেড়েছে। গত বছর ব্যাংকগুলো যে পরিমাণ সোনা কিনেছে, তা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বিশ্বের বেশির ভাগ দেশের অর্থনীতি মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনেও অনেক ওঠানামা হচ্ছে। শিগগিরই এই পরিস্থিতি বদলাবে বলেও কোনো আভাস পাওয়া যাচ্ছে না। তাই এমন এক অনিশ্চিত পরিস্থিতিতে বিশ্বজুড়ে সোনার কদর অনেক বেড়েছে। সূত্র : রয়টার্স