সোমবার কাতারে ‘রোড শো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
![সোমবার কাতারে ‘রোড শো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5737/36132346985.jpg)
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) উদ্যোগে এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে রোড শো অনুষ্টিত হবে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিএসইসির বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শোর এবারের আয়োজন কাতারে। আগামী ০৬ মার্চ কাতারের রাজধানী দোহাতে এ রোড শোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পোটেনশিয়ালস অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামে কাতারের রোড শো বিএসইসি’র পঞ্চম আয়োজন। কাতারের রোড শোতে এবার বিএসইসির সঙ্গে আয়োজক হিসেবে আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পার্টনার হিসবে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সহযোগিতায় আছে ‘প্রাণ’ ও ‘বাংলাদেশ ফোরাম, কাতার। আগামী ৬ মার্চ কাতারের রাজধানী দোহাতে রোড শোতে অংশগ্রহণের উদ্দ্যেশ্যে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে গত বছর আরও দুই বার কাতারে রোড শো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথমবার করোনাভাইরাস সংক্রমণের প্রভাব বেড়ে যাওয়ায় ২৪ ও ২৫ জানুয়ারির দোহাতে রোড শো স্থগিত করা হয়। পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ বন্ধে পরিপত্র জারি করার কারণে দ্বিতীয়বার ১৮ ও ১৯ মের রোড শো স্থগিত করা হয়।জানা গেছে, এবার কাতারের রোড শোতে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, বিএসইসি’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, বিডার পরিচালক মো. আরিফুল হক, বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলী ও বিএসইসির যুগ্ম পরিচালক মো. রাশিদুল আলম।কাতারের রাজধানী দোহার এসটি রিগস হোটেলে সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত চলবে সম্মেলন। এতে কাতারে বসবাসরত বাংলাদেশি ও কাতারের বিনিয়োগকারীরা যোগ দেবেন। রোড শো তে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররা অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআই’র বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরা হবে।