সঞ্চিতি সংরক্ষণ করেনি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

Date: 2023-06-13 17:00:12
সঞ্চিতি সংরক্ষণ করেনি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে উল্লেখিত তিন ধরনের ফেরতযোগ্য বকেয়া অর্থের বিরপীতে সঞ্চিতি সংরক্ষণ করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। এছাড়া কোম্পানিটি কিছুসংখ্যক ঋণদাতার ফেরতযোগ্য শেয়ার আবেদনের অর্থ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সমন্বয় না করে একই দেখিয়ে যাচ্ছে। কোম্পানির নিরীক্ষক তার মতামতে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।নিরীক্ষকের দেয়া তথ্যানুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কমিশন বকেয়া দেখিয়েছে ৭৫ লাখ ২৬ হাজার ২৫০ টাকা। এর মধ্যে সমন্বয় না করেই ২০২০ হিসাব বছর থেকে ৬৩ লাখ ৫ হাজার ৮০৯ টাকা আর্থিক প্রতিবেদনে বকেয়া দেখানো হচ্ছে। তাছাড়া এর বিপরীতে কোনো ধরনের সঞ্চিতিও সংরক্ষণ করেনি কোম্পানিটি। কোম্পানির বীমা ব্যবসার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে থাকা বকেয়া অর্থের পরিমাণ ৪ কোটি ৪ লাখ ৪৪ হাজার ৬৩৭ টাকা। এ অর্থ কোম্পানিটি ২০১৯ সাল থেকে বকেয়া দেখিয়ে যাচ্ছে। এর বিপরীতেও কোনো সঞ্চিতি সংরক্ষণ করা হয়নি। এছাড়া কোম্পানিটি পুনঃবীমা পোর্টফোলিও প্রিমিয়াম হিসেবে ২০১৯ হিসাব বছর থেকে ৩ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৩২ টাকা দেখাচ্ছে। এর বিপরীতেও কোনো সঞ্চিতি সংরক্ষণ করেনি কোম্পানিটি।এর বাইরে কোম্পানিটি কিছুসংখ্যক ঋণদাতার ফেরতযোগ্য শেয়ার আবেদনের অর্থ সমন্বয় না করেই এ বাবদ ২০১১ সাল থেকে আর্থিক প্রতিবেদনে ২০ লাখ ৫১ হাজার ৫২৯ টাকা টাকা দেখিয়ে যাচ্ছে। এছাড়া নিয়ম অনুসারে এক বছরের বেশি সময়ের অবণ্টিত নগদ লভ্যাংশ নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখার বিধান থাকলেও কোম্পানিটি ২২ লাখ ৪ হাজার ৭৭ টাকা এ অ্যাকাউন্টে পাঠায়নি। কোম্পানি সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে ৩৩ লাখ ৪৯ হাজার ৫৮৬ টাকা অবণ্টিত নগদ লভ্যাংশ হিসাবে দেখালেও নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখিয়েছে ১১ লাখ ৪৫ হাজার ২০৯ টাকা।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩২ পয়সায়।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপাশি করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ১৭ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রন্ত রেকর্ড ডেট ছিল গত ১৮ মে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৯২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ১৫ পয়সা।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরেরর জন্য বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

Share this news