শমরিতা হসপিটালে সম্পদ পূণ:মূল্যায়নে হিসাব মান লঙ্ঘন
![শমরিতা হসপিটালে সম্পদ পূণ:মূল্যায়নে হিসাব মান লঙ্ঘন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4463/Samorita.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটালে স্থায়ী সম্পদ পূণ:মূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানানো হয়েছে।নিরীক্ষক জানিয়েছেন, শমরিতা হসপিটালের জমি ২০১৩ সালে পূণ:মূল্যায়ন করা হয়েছে। এরপরে আর করেনি। কিন্তু আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ি, ওই সম্পদ ২০১৩ সালের পরে ৩-৫ বছর অন্তর পূণ:মূল্যায়ন করা দরকার ছিল।উল্লেখ্য, ১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া শমরিতা হসপিটালের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৫৪.৩৬ শতাংশ। কোম্পানিটির সোমবার (১৬ জানুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৬৯.৫০ টাকায়।