সম্পদের ৮০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে

Date: 2023-03-30 21:00:15
সম্পদের ৮০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে
পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোকে তাদের মোট সম্পদের ৮০ শতাংশ পর্যন্ত বিনিয়োগের সুযোগ দিতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে গতকাল নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৬২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সভা থেকে বেমেয়াদি বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ড ও ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের মূল ট্রেডিং বোর্ড থেকে তালিকাচ্যুত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ) লিমিটেডের পূর্ববর্তী পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন সভায় গতকাল পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগসীমা পুনর্নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগসীমা ২০ শতাংশ বাড়িয়ে ৮০ শতাংশ করা সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে মিউচুয়াল ফান্ডগুলো তাদের মোট সম্পদের ৬০ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। একই সভায় গতকাল বেমেয়াদি বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ১০ শতাংশ। আর বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।এছাড়া সভা থেকে আরেক বেমেয়াদি ফান্ড ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ন্যাশনাল ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ৫ কোটি টাকা দিয়েছে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ১০ শতাংশ। আর বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড কাজ করছে।এদিকে একই কমিশন সভায় গতকাল ইউনাইটেড এয়ারের পূর্ববর্তী পরিচালনা পর্ষদের কার্যক্রমের ওপর সংগঠিত অনুসন্ধান-পরবর্তী দাখিলকৃত তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। পরে তদন্ত কিমিটির সুপারিশ মোতাবেক কোম্পানিটির পূর্ববর্তী পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ছয় বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা ইউনাইটেড এয়ারওয়েজকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। তবে কোম্পানিটির সাবেক পরিচালনা পর্ষদের সীমাহীন দুর্নীতি এবং তহবিল লুটপাটের কারণে কোম্পানিটিকে কোনোভাবেই দাঁড় করানো সম্ভব হচ্ছে না। কোম্পানিটির সাবেক ফাউন্ডার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসারুল আহমেদ চৌধুরীও বিদেশে পলাতক রয়েছেন। এমন পরিস্থিতিতে প্রায় ১ লাখ ৬০ হাজার প্রান্তিক বিনিয়োগকারীর বিনিয়োগকৃত ৭৯৩ কোটি টাকা সুরক্ষার্থে কোম্পানিটিকে সচল করতে উদ্যোগ নিয়েছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় কোম্পানিটির আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কমিশন। ‌এর অংশ হিসেবে গত বছর ইউনাইটেড এয়ারওয়েজের সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া কোম্পানিটির আর্থিক অসংগতি খতিয়ে দেখতে ২০১২ থেকে ২০২১ হিসাব বছর পর্যন্ত মোট ১০ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বিএসইসি। নতুন পরিচালনা পর্ষদ ওই বছরের ৪ মার্চ দায়িত্ব গ্রহণের পর পরই কোম্পানিটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Share this news