সক্রিয় হচ্ছে সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা
![সক্রিয় হচ্ছে সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4745/IMG_20221020_161928.jpg)
দীর্ঘদিন মন্দা কাটিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শেয়ারবাজার। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে টানা তিন কর্মদিবস উত্থানে শেয়ারবাজার।আইসিবির ছয় হাজার কোটি টাকার বিনিয়োগে শেয়ারবাজারে তারল্য সংকট কেটে যাবে। শেয়ারবাজারে জন্য এমন বড় খবরে শেয়ারবাজার থেকে সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করেছে।দীর্ঘদিন ফ্লোর প্রাইজে আটকে থাকা কোম্পানিগুলোর শেয়ারে সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা এখন বিনিয়োগ করতে শুরু করেছে। যার কারনে ক্রমাগতই লেনদেনে ঊর্ধ্বগতির মাধ্যমে দিন পার করছে দেশের উভয় শেয়ারবাজার।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনাঃডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৯৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২২৯ পয়েন্টে।এদিন ডিএসইতে আজ ৭৩৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ৬৮ লাখ টাকার। এ হিসাবে আজ ১২৬ কোটি ৯২ লাখ টাকার।আজ ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৮টির, শেয়ার দর কমেছে ১২৯টির এবং ১৭৯টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৬৮টির এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।