সিরামিক খাতের কোম্পানির আয় বাড়লেও ব্যয় বাড়ার প্রভাব মুনাফায়

Date: 2023-05-19 21:00:25
সিরামিক খাতের কোম্পানির আয় বাড়লেও ব্যয় বাড়ার প্রভাব মুনাফায়
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানিগুলোর বিক্রি বাবদ আয় বাড়লেও ব্যয় বৃদ্ধির চাপে নিট মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।এই খাতে পাঁচটি কোম্পানি রয়েছে। কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে একমাত্র বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের অর্থবছর গণনা করা হয় জানুয়ারি-ডিসেম্বর সময়ে। কোম্পানিটি সর্বশেষ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর বাকি কোম্পানিগুলোর হিসাব বছর গণনা হয় জুলাই-জুন সময়ে। এর মধ্যে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও শাইনপুকুর সিরামিকস তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলেও ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ এখনো প্রকাশ করেনি।চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে মুন্নু সিরামিকের বিক্রি বাবদ আয় হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় হয়েছিল ২৫ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ২৮ দশমিক ৮৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৫১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৫৬ দশমিক ৯৫ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির বিক্রি বাবদ আয় হয়েছে ৫৭ কোটি ৮৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে এ আয় ছিল ৬৮ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১৫ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ কোটি ৯১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এর নিট মুনাফা কমেছে ৬৯ দশমিক শূন্য ৫ শতাংশ।চলতি বছরের সর্বশেষ তৃতীয় ও প্রথম তিন প্রান্তিকে তালিকাভুক্ত সিরামিক খাতে কেবল এই একটি কোম্পানিরই বিক্রি বাবদ আয় কমার পাশাপাশি নিট মুনাফাও কমেছে। এর কারণ হিসাবে মুন্নু সিরামিক কর্তৃপক্ষ জানিয়েছে, সামষ্টিক অর্থনীতির দুর্বল অবস্থার কারণে আলোচ্য সময়ে সিরামিক পণ্যের চাহিদা কমে গেছে। এজন্য কোম্পানিটির বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর এ কারণে এর কর-পরবর্তী নিট মুনাফা তথা ইপিএসও কমে গেছে।চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে সিরামিক খাতের তালিকাভুক্ত আরেক স্থানীয় কোম্পানি শাইনপুকুর সিরামিকসের বিক্রি বাবদ আয় হয়েছে ৫৩ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯ কোটি ৬৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৫১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৬৪ দশমিক ৯৪ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির বিক্রি বাবদ আয় হয়েছে ১৫২ কোটি ১০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট আয় বেড়েছে ২০ দশমিক ৭১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ দশমিক ২৫ শতাংশ।বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস বাংলাদেশের চলতি ২০২৩ হিসাব বছরে প্রথম প্রান্তিকে বিক্রি হয়েছে ২০০ কোটি ৯৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ২০০ কোটি ৬৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে দশমিক ১৪ শতাংশ। প্রথম প্রান্তিকে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২৪ কোটি ৩১ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩৫ দশমিক ৬২ শতাংশ।

Share this news