সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ পুনর্গঠন

Date: 2023-03-23 21:00:17
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ পুনর্গঠন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান পর্ষদ পুনর্গঠন করে চেয়ারম্যানসহ পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নের জন্য কোম্পানিটির করপোরেট সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। গতকাল এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বিএসইসি। বিএসইসির নির্দেশনায় বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ধারা ২০এ অনুসারে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বর্তমান পর্ষদে থাকা দুই স্বতন্ত্র পরিচালক ও এক মনোনীত পরিচালকের পরিবর্তে কোম্পানির চেয়ারম্যানসহ পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হলো। নিয়োগপ্রাপ্ত পাঁচ স্বতন্ত্র পরিচালক হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (চেয়ারম্যান), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুবোধ দেব নাথ, দ্য জুরিস্টের পার্টনার কাওসার আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম ও ব্যবসায়ী আবিদ আল হাসান। আর বাতিল হওয়া পর্ষদের তিন পরিচালকের মধ্যে রয়েছেন স্বতন্ত্র পরিচালকদ্বয় মো. আকরাম হোসাইন ও শাহ মো. আসাদ উল্লাহ এবং মনোনীত পরিচালক শরীফ শহিদুল ইসলাম। কমিশনের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।নির্দেশনায় পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান হিসেবে শেখ মামুন খালেদকে নির্বাচিত করতে বলা হয়েছে। এছাড়া পর্ষদকে ১৯৯৪ সালের কোম্পানি আইন, ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ২০২০ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ নীতিমালা, ২০১৮ সালের কমিশনস করপোরেট গভর্ন্যান্স কোড, অন্যান্য সিকিউরিটিজ আইন, নীতিমালা ও প্রবিধান মেনে চলতে বলা হয়েছে।

Share this news