সিএসই ও চেল্লা সফটওয়্যারের মধ্যে চুক্তি

Date: 2024-05-13 13:00:07
সিএসই ও চেল্লা সফটওয়্যারের মধ্যে চুক্তি
কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে ক্লিয়ারিং সেটেলমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থার জন্য চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এবং চেল্লা সফটওয়্যার প্রাইভেট লিমিটেড-ইন্ডিয়ার (চেল্লা সফট) মধ্যে একটি সফটওয়্যার লাইসেন্সিং চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তির আওতায় চেল্লা সফট চিটাগং স্টক এক্সচেঞ্জকে কমোডিটি ডেরিভেটিভস, ইক্যুইটি ডেরিভেটিভস কন্ট্রাক্টসহ রিয়েল টাইমে সেটেলমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং কোলেটারাল ম্যানেজমেন্টের স্বয়ংক্রিয় সিস্টেম প্রদান করবে ।সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এবং চেল্লা সফটের প্রেসিডেন্ট সুনিল মাংলো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ।এসময় সিএসইর বোর্ড সদস্য, চেল্লা সফট ও সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Share this news