সিএসই-৫০’ সূচকে যুক্ত হলো ফরচুন সুজ

Date: 2022-10-03 11:00:14
সিএসই-৫০’ সূচকে যুক্ত হলো ফরচুন সুজ
সূত্র মতে, সিএসই’র তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফর্ম্যান্স পর্যালোচনা করে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়। নতুন পর্যালোচনায় ব্যাংক এশিয়া লিমিটেডকে ‘সিএসই-৫০’ সূচক থেকে বাদ দেওয়া হয়েছে।উল্লেখযোগ্য, সিএসই-৫০ সূচকে অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মূলধনের শতকরা প্রায় ৫৭ দশমিক ০৭ শতাংশ। ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৬০ দশমিক ১৫ শতাংশ। এছাড়াও সকল নিবন্ধিত কোম্পানির গত ০৬ মাসের (৩০ জুন ২০২২পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হল ৪১ দশমিক ৪৩ শতাংশ।

Share this news