সিডিবিএল থেকে পদত্যাগ করেছেন নুরুল ফজল বুলবুল

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর থেকে পদত্যাগ করেছেন আলোচিত ব্যবসায়ী নেতা একেএম নুরুল ফজল বুলবুল। তিনি প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) নুরুল ফজল বুলবুল সিডিবিএলে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।সিডিবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, গত ছয় মাস ধরে তিনি অসুস্থ। থাইল্যান্ডের সামিতিভেজ ব্যাংক হাসপাতালে তিনি প্রস্টেট ও কিডনির চিকিৎসা নিচ্ছেন। একই হাসপাতালে সফলভাবে তার হার্টের অস্ত্রোপচারও হয়েছে উল্লেখ করেছেন তিনি।শারীরিক অসুস্থতার কারণে বিশ্রামের প্রয়োজন হওয়ায় তিনি আর সিডিবিএলের পরিচালনা পর্ষদে ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালনে ইচ্ছুক নন।নুরুল ফজল বুলবুল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর প্যাডে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি’র মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি সিডিবিএলের পর্ষদে ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। টানা ১৩ বছর তিনি সিডিবিএলের পর্ষদে ছিলেন।সিডিবিএল হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী একটি প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে শেয়ারবাজারে ভয়াবহ বিপর্যয়ের পর এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ১৯৯৯ সালের ডিপোজিটরি অ্যাক্টের আওতায় সিডিবিএল গঠিত হয়।