সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর বেড়েছে ১২%
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মাত্র ১৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ শতাংশের বেশি।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর ছিল ১৬৯ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা ৯০ পয়সা বা ১২ দশমিক ৩১ শতাংশ।