সহযোগী কোম্পানিতে বন্ডের ৭৫% বিনিয়োগের সিদ্ধান্ত

Date: 2022-11-28 16:00:12
সহযোগী কোম্পানিতে বন্ডের ৭৫% বিনিয়োগের সিদ্ধান্ত
সম্প্রতি ৩০০ কোটি টাকার পুরোপুরি অবসায়নযোগ্য কুপন বিয়ারিং ফ্লোটিং রেট বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোজ লিমিটেড। এ বন্ডের অর্থ বিনিয়োগে এরই মধ্যে কোম্পানিটিকে ছাড় দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সে অনুসারে, উত্তোলিত অর্থের ৭৫ শতাংশই সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ইফাদ অটোজ জানিয়েছে, প্রস্তাবিত ৩০০ কোটি টাকার বন্ডের ৭৫ শতাংশ অর্থাৎ ২২৫ কোটি টাকা সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। বাকি ২৫ শতাংশ বা ৭৫ কোটি টাকা দিয়ে ইফাদ অটোজের কার্যকরী মূলধন বাড়ানো হবে। এ-সংশ্লিষ্ট বিশেষ ব্যবসায়িক রেজল্যুশন ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে ইফাদ অটোজের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। এ সভা চলতি বছরের ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কোম্পানিটির বন্ডের অর্থ বিনিয়োগের সিদ্ধান্তে বিএসইসির চূড়ান্ত অনুমোদন নেয়া হবে।এর আগে বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেট সিকিউরিটিজ) বিধিমালা ২০২১-এর সংশ্লিষ্ট বিধি পরিপালন থেকে ইফাদ অটোজকে অব্যাহতি দিয়েছে বিএসইসি। ডেট সিকিউরিটিজ বিধিমালার বিধি (৩) এর উপবিধি (১) এর অনুবিধি (আই) অনুসারে মূল কোম্পানি, অঙ্গপ্রতিষ্ঠান, সহযোগী প্রতিষ্ঠান এবং সহপ্রতিষ্ঠানসহ এমন কোনো প্রতিষ্ঠান যার কার্যক্রম একটি সাধারণ মালিকানা ও ব্যবস্থাপনার অধীনে রয়েছে এ ধরনের কোম্পানিকে ঋণ প্রদান বা শেয়ার অধিগ্রহণের জন্য বন্ড ইস্যু করা যাবে না। এক্ষেত্রে ডেট সিকিউরিটিজ বিধিমালার সংশ্লিষ্ট ধারা পরিপালন থেকে ইফাদ অটোজকে অব্যাহতি দিয়েছে বিএসইসি। তালিকাভুক্ত কোম্পানিটি কমিশনের পূর্বানুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানির শেয়ার অভিহিত মূল্যে কিনে নিতে চায়।গত বছরের আগস্টে ইফাদ গ্রুপের ভোগ্যপণ্য উৎপাদনকারী কোম্পানি ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডের ৪০ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছিল তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোজ লিমিটেড। এজন্য তালিকাভুক্ত কোম্পানিটি ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে। এ বিনিয়োগের বিষয়ে সর্বশেষ এজিএমে বিনিয়োগকারীদের অনুমোদন নিয়েছে ইফাদ অটোজ। বিনিয়োগের পুরো অর্থ কোম্পানিটির নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হয়েছে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত ইফাদ মাল্টিপ্রডাক্টস আটা, ময়দা, নুডলস, বিভিন্ন ধরনের বিস্কুট, প্যাকেটজাত মসলা এবং বোতলজাত পানি উৎপাদন ও বিক্রি করে থাকে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইফাদ অটোজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে ইপিএস হয়েছে ৪১ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৩ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ইফাদ অটোজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪১ টাকা ৩৫ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৪০ টাকা ৮০ পয়সায়।

Share this news