সহযোগী কোম্পানি করবে ন্যাশনাল পলিমার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমারের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম হবে “এনপলি ট্রেডিং লিমিটেড”।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ন্যাশনাল পলিমার রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি (আরজেএসসি) অনুমোদন নিয়ে নতুন কোম্পানি গঠন করবে।সহযোগী কোম্পানিটি আমদানি-রপ্তানি এবং সব অনুমোদিত আইটেমের ব্যবসা করা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।ন্যাশনাল পলিমারের ৯৯ শতাংশ মালিকানা থাকবে সহযোগী কোম্পানিতে। সসহযোগী কোম্পানিটির জন্য তহবিল নিজেদের স্বাভাবিক ব্যবসা থেকে অর্থায়ন করা হবে।