শেয়ারপ্রতি ৪ পয়সা হারে লভ্যাংশ পাঠিয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইলস

Date: 2023-09-07 09:00:06
শেয়ারপ্রতি ৪ পয়সা হারে লভ্যাংশ পাঠিয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইলস
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত শেয়ারপ্রতি চার পয়সা হারে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য শূন্য দশমিক ৪০ শতাংশ নগদ বা প্রতি শেয়ারর বিপরীতে চার পয়সা লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপএস) হয়েছে ১০ পয়সা, আর ৩০ জুনে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ টাকা ৬১ পয়সা (লোকসান) আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপএস) হয়েছে ৫ টাকা ৭ পয়সা (লোকসান), আর ৩০ জুনে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪ টাকা ৬ পয়সা (লোকসান) আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি কোনো নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়নি।বস্ত্র খাতের কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরির অধীনে লেনদেন করছে। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৩৯ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে ঘাটতির পরিমাণ ৩২৫ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৯৩ লাখ ১৬ হাজার। এর মধ্যে ২২ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬২ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর ৭ দশমিক ৭৭ শতাংশ বা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১১ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা ৩০ পয়সা থেকে ১১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। দিনজুড়ে ৫৮ লাখ ১৪ হাজার ৩৫৮টি শেয়ার মোট ১ হাজার ২০২ বার হাতবদল হয়। যার বাজারদর ৬ কোটি ৩০ লাখ টাকা। গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা ২০ পয়সা থেকে ১২ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।এদিকে সম্প্রতি পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির কারখানায় সিভিল কনস্ট্রাকশনের পাশাপাশি অন্যান্য সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে কারখানা প্রাঙ্গণে মেশিনারিজ স্থাপনের কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। জানা গেছে, প্রায় সাড়ে পাঁচ বছর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার পর প্রতিষ্ঠানটিতে নির্মাণ, সংস্কারকাজ এবং কারখানায় মেশিনারিজ স্থাপন ও পুনঃস্থাপনের পর গত ১৩ আগস্ট থেকে এই পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সিঅ্যান্ডএ টেক্সটাইল অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে বন্ধ কারখানার সংস্কারের কাজ শুরু করা হয়।চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় স্থাপিত কারখানার পরীক্ষামূলক উৎপাদনের উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৪৫ কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই উৎপাদন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই অর্থাৎ ২০১৭ সালের শুরুতে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় তৈরি পোশাক ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড-অ্যালায়েন্সের চাহিদা অনুযায়ী কারখানা সংস্কার করার কথা বলে ২০১৭ সালের ১ মে উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেয় সিঅ্যান্ডএ কর্তৃপক্ষ। এতে ২০১৬ সাল থেকে লভ্যাংশবঞ্চিত হয় সাধারণ বিনিয়োগকারীরা।চলতি হিসাববছরের মার্চের শেষে সিঅ্যান্ডএ টেক্সটাইলস কারখানায় আবার গ্যাস সংযোগের অনুমোদন দিয়েছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। দুই কোটি ৮৯ লাখ ৪১ হাজার ১৮৭ টাকার বকেয়া গ্যাস বিল পরিশোধ করায় সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানায় আবার গ্যাস সংযোগের অনুমোদন দিয়েছে কেজিডিসিএল। একইসঙ্গে কোম্পানিটি আরও জানিয়েছে, অতীতের সব বকেয়া পরিশোধের পর অন্য সব ইউটিলিটি সংযোগ, যেমন বিদ্যুৎ ও পানির আবার সংযোগ করা হয়েছে।

Share this news