শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার

Date: 2023-05-18 01:00:17
শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনর পরিমাণও। যা চলতি মাসের মধ্যে বিএনপির সর্বোচ্চ লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূচক ও লেনদেনের এমন উর্দ্ধমুখী গতির ফলে উচ্ছ্বসিত বিনিয়োগকারীরা। দীর্ঘদিন ফ্লোর প্রাইস থাকার কারণে যেখানে বিনিয়োগকারীরা একই শেয়ারের মধ্যে আটকে থাকতে হয়েছে, দীর্ঘদিন সেই দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ক্রমাগত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হচ্ছে ফ্লোর প্রাইস অতিক্রম করে। এতে করে বিনিয়োগকারীরা এক শেয়ার থেকে বের হয়ে অন্য শেয়ারে বিনিয়োগ করতে পারছে। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজারকে নিয়ে আশার সঞ্চার তৈরি হচ্ছে বলে মনে করছে শেয়ার বাজার সংশ্লিষ্টরা।যার ফলে বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্তভাবে শেয়ার বাজারে লেনদেন করছে। এতে করে বাজারে লেনদেন ও সূচকের গতি বৃদ্ধি পাচ্ছে।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, দর কমেছে ৫৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮১ টির। ডিএসইতে ৯৩২ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২২০ কোটি ৯৩ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৯৮ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে। সিএসইতে ২১১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৬ টির দর বেড়েছে, কমেছে ৪৫টির এবং ৯০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news