শেয়ার কেনার আগ্রহ বেশি সেবা খাতে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উত্থান হলেও চতুর্থ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সব সূচক কমেছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতনে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল সেবা খাতের শেয়ারে। ফলে আলোচিত খাতটিতে শেয়ারদর বেশি বেড়েছে। এরপর শেয়ারদর বেশি বেড়েছে বিমা খাতের। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল যথাক্রমে বিবিধ এবং ভ্রমণ ও অবকাশ খাতের শেয়ার।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা সেবা খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৭০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ২টির শেয়ারের দাম বেড়েছে এবং ১টির দাম কমেছে। দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতের শেয়ারদর গতকাল বেড়েছে ২ দশমিক ৬০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের এবং ২টির কোম্পানির শেয়ারদর কমেছে। গতকাল শেয়ারদর বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে থাকা বিবিধ খাতের শেয়ারদর ১ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৫টির দাম বেড়েছে এবং ৪টির কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহের চতুর্থ স্থানে ছিল ভ্রমণ খাতের কোম্পানির শেয়ার। এ খাতে গতকাল শেয়ারদর বেড়েছে ১ শতাংশ। খাতটিতে মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ১টির কমেছে।গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ারদর বেশি কমেছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ারদর কমেছে ৩ দশমিক ৪০ শতাংশ। এরপর বেশি কমেছে আইটি খাতের কোম্পানির শেয়ারে। এদিন আইটি খাতে শেয়ারদর কমেছে ১ দশমিক ৭০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ট্যানারি খাতের শেয়ারদর কমেছে দশমিক ৭০ শতাংশ।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয় বেশি লেনদেন হয়েছে ওষুধ খাতে। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা প্রকৌশল খাতে ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। ১১ শতাংশ লেনদেন হওয়া বিবিধ খাত ছিল তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা সেবা খাতে মোট লেনদেনের ১০ শতাংশ লেনদেন হয়েছে।গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬? দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৯৪ দশমিক ২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ দশমিক ৩৮ বা দশমিক ৫৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৯ দশমিক ৭০ পয়েন্টে ও দুই হাজার ৩০৮ দশমিক ০৫ পয়েন্টে।ডিএসইতে গতকাল এক হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৪১৬ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯৪ কোটি ১১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১০১টির বা ২৭ দশমিক ৩৭ শতাংশের, কমেছে ৯৩টির বা ২৫ দশমিক ২০ শতাংশের এবং ১৭৫টির বা ৪৭ দশমিক ৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।