শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা করে শাস্তির মুখে একমি পেস্টিসাইডস

Date: 2024-04-08 14:00:07
শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতারণা করে শাস্তির মুখে একমি পেস্টিসাইডস
শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস ৩০ জুন, ২০২৩ অর্থবছরে শেয়ার প্রতি ৯৬ পয়সা মুনাফা করেছে। কিন্তু শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড হিসাবে মাত্র ১ পয়সা দেয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ ঘোষিত ডিভিডেন্ডের পরিমাণ ১ শতাংশের কিছু বেশি।তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ মুনাফা ডিভিডেন্ড আকারে শেয়ারহোল্ডারদের দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।একমি পেস্টিসাইডসের ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ৯৬ পয়সা হিসাবে ১২ কোটি ৯৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১ পয়সা বা ০.১০ শতাংশ হিসেবে ১৩ লাখ ৫০ হাজার টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা মুনাফার ১.০৪ শতাংশ। বাকি ১২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বা ৯৮.৯৬ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ১২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকার অতিরিক্ত কর দিতে হবে একমি পেস্টিসাইডসকে। যা কোম্পানিটির ০.৯৫ শতাংশ ডিভিডেন্ডের সমান।অর্থাৎ তালিকাভুক্ত কোম্পানিটি জরিমানা দেবে, তবু শেয়ারহোল্ডারদের দেবে না।

Share this news