শেয়ারদর বৃদ্ধির নেতৃত্বে জীবন বিমা খাত
![শেয়ারদর বৃদ্ধির নেতৃত্বে জীবন বিমা খাত](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5937/life-isn.jpg)
: গতকাল সোববারের মতো আজ মঙ্গলবারও (১৪ মার্চ) শেয়ারদর বৃদ্ধির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে জীবন বিমা খাত। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে মাত্র ৩১টির। যার মধ্যে ৭টি কোম্পানিই জীবন বিমা খাতের। যা জীবন বিমা কোম্পানিগুলোর ৫৩ শতাংশেরও বেশি। ডিএসইতে তালিকাভুক্ত মোট জীবন বিমা কোম্পানির সংখ্যা ১৩টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর শেয়ারদর বৃদ্ধির শীর্ষে দশের মধ্যে তিন জীবন বিমা কোম্পানি। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে রূপালী লাইফ, সোনালী লাইফ এবং মেঘণা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।আজ জীবন বিমা কোম্পানিগুলোর মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৬ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৯.৫০ শতাংশ। আজ ডিএসইরতে মোট লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার।