শেয়ারদর বেড়েছে ২৩৬ শতাংশ, নেই মূল্য সংবেদনশীল তথ্য
শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারদর গত সাড়ে তিন মাস একাধারে বেড়েই চলেছে। এতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২৩৫ শতাংশের বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠালে এর জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বলে জানায় কোম্পানিটি।সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ২৯ টাকা ৮০ পয়সা। রোববার (১২ মে) কোম্পানিটির শেয়ার দর ১০০ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।অতএব, ৬৫ কার্যদিবস বা প্রায় সাড়ে তিন মাসে শেয়ারটির দর বেড়েছে ৭০ টাকা ৫০ পয়সা।এর আগে, গত ২০ ফেব্রুয়ারি লাভেলো আইসক্রিমের শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠালেও শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানিটি।