শেয়ারবাজারের সংকট উত্তরণে ডিএসই-সিএসই চেয়ারম্যানের আলোচনা

সাম্প্রতিক সময়ে নানা কারণে শেয়ারবাজার এক সংকট ময় সময় অতিবাহিত করছে৷ এই সংকট উত্তরনের জন্য ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে একসাথে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে উভয় স্টক এক্সচেঞ্জকে সতর্ক থাকতে হবে৷এছাড়াও এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা শেয়ারবাজার নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে৷ বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে শেয়ারবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ এসব বিষয়েও উভয় স্টক এক্সচেঞ্জকে সতর্ক থাকতে হবে৷আজ সোমবার (২১ আগষ্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠককালে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এসব কথা বলেন৷ এই সময় উপস্থিত ছিলেন সিএসইর সাবেক পরিচালক মেজর মোঃ (অবঃ) ইমদাদুল ইসলাম৷ডিএসই চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তোরন ঘটাতে হবে৷ এজন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে আমাদের এক সাথে কাজ করতে হবে৷ যে কোন মূল্যেই হোক বিনিয়োগকারী তথা শেয়ারবাজার সংশিষ্ট সকল পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি শেয়ারবাজারকে গতিময় করে তুলতে হবে৷ শেয়ারবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী নিয়ে আসতে হবে৷ আমি আশা করি ডিএসই ও সিএসইসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্ঠায় দেশের শেয়ারবাজার পণ্য বৈচিত্রে বৈচিত্রময় হয়ে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করবে৷সিএসই চেয়ারম্যান বলেন, সামনে নির্বাচন৷ এই সময়টা শেয়ারবাজারের জন্য বিশেষ গুরুতপুর্ণ৷ কোন মহল যেন শেয়ারবাজারের ওপর কোন রকম প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে এক সাথে কাজ করব বলে তিনি দৃঢ় মত ব্যক্ত করেন।আসিফ ইব্রাহিম বলেন, বর্তমান সংকটময় সময় থেকে উত্তোরনের জন্য উভয় স্টক একচেঞ্জ শেয়ারবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করা এবং আরও নতুন প্রডাক্ট চালু করার ব্যাপারে কাজ করবে৷এছাড়াও তথ্য, প্রযুক্তির উপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে, যাতে আমরা শেয়ারবাজারকে আরও অনেক বিকশিত করতে পারি৷ আমরা এ বিষয়ে একমত হয়েছি উভয় স্টক এক্সচেঞ্জই একসঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ নিয়ে রেগুলেটরের কাছে যাব যাতে বাংলাদেশের শেয়ারবাজারে ভালো একটা পরিবর্তন আনতে পারি৷