শেয়ারবাজারের সাথে তাল মিলিয়ে চলছে বেক্সিমকো!

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারদর ফ্লোর প্রাইস ও তার আশেপাশে অবস্থান করছে। এই গ্রুপের মাদার কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর ফ্লোর প্রাইস থেকে উপরে উঠে লেনদেন হওয়া শুরু হলেই পুরো শেয়ারবাজারে চিত্র বদলে যাবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। কিন্তু কোন ক্রমেই এই শেয়ারটি উপরের দিকে মুভমেন্ট করছে না। তবে তিন কার্যদিবস এই কোম্পানিটির শেয়ারের বড় লেনদেন হতে দেখা গেছে ব্লক মার্কেটে।আজ রোববার, গত বৃহস্পতিবার ও বুধবার মুল মার্কেটে বেক্সিমকো গ্রপের তেমন কোন তেজষ্ক্রিয়তা না দেখা গেলেও ব্লক মার্কেটে বেশ ভালো লেনদেন হতে দেখা গেছে। যা শেয়ারবাজারে বেক্সিমকো গ্রুপের সক্রিয় হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেলো তিন কাযদিবস শেয়ারবাজারও ভালো পার করেছে, তারই সাথে ভালো দিন কেটেছে বেক্সিমকো লিমিটেডেরও।জানা গেছে, আজ ব্লক মার্কেটে ৬৪টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার বেশি। এরমধ্যে ১৮ কোটি ৬২ লাখ টাকাই বেক্সিমকো লিমিটেডের। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩০ শতাংশের বেশি।গত বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি টাকার বেশি। এরমধ্যে প্রায় ২৩ কোটি টাকাই বেক্সিমকো লিমিটেডের। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০ শতাংশের বেশি।এরআগ বুধবার ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০৮ কোটি টাকার বেশি। এরমধ্যে প্রায় ৫৫ কোটি টাকাই বেক্সিমকো গ্রপের। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০ শতাংশের বেশি। এরমধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে বেক্সিমকো সুকুকের। আজ বেক্সিকো সুকুকের লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ টাকার। অন্যদিকে বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৪ কোটি ৮৯ লাখ টাকার।শেয়ারবাজারের টানা উত্থানের সাথে তাল মিলিয়ে বেক্সিমকো গ্রুপ চলছে। যেহেতু বেক্সিমকো গ্রুপের সাথে লেনদেন বাড়ছে শেয়ারবাজারেও। তাহলে কি শেয়ারবাজারের সুদিন আসতে শুরু করেছে? প্রশ্ন বিনিয়োগকারীদের।বাংলাদেশের শেয়ারবাজারে বেক্সিমকো গ্রুপ একটি ফ্যাক্টর। এই গ্রুপের সাথে তাল মিলিয়ে বাজার ভালো হয়, আবার খারাপও হয়। দীর্ঘ দিন বাজার খারাপ থাকার পর যখন বেক্সিমকো গ্রুপ সক্রিয় হচ্ছিল ঠিক তখনই বাজার আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অর্থাৎ বেক্সিমকোর সাথে ভালো হচ্ছে শেয়ারবাজারও।আর বেক্সিমকো গ্রুপের এমন উর্ধ্বমূখী প্রবণতায় বিনিয়োগকারীরা শেয়ারবাজার নিয়ে এখন অনেকটা আশাবাদী।