শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান পেল সর্বোচ্চ ভ্যাট পুরস্কার
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানের পুরস্কার পেয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো-অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রতিষ্ঠান দুটিকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী পুরস্কারের সম্মাননা সনদ ও পুরস্কার হস্তান্তর করেন।জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।অনুষ্ঠানে বক্তৃতাকালে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদল ঢাকা সফরে এসে বাংলাদেশের অর্জনকে অসামান্য অগ্রগতি হিসেবে প্রশংসা করেছে।অর্থমন্ত্রী বলেন, ১৪ বছর আগে জিডিপির আকার ১০০ বিলিয়ন ডলার নিয়ে শুরু করেছি। এখন চারগুণ বেড়ে তা ৪৬৫ বিলিয়ন ডলার হয়েছে। তেমনি মাথাপিছু আয় ৬৮৬ ডলার ছিল। এখন তা বেড়ে হয়েছে ২,৮৬৪ ডলার।মুস্তফা কামাল বলেন, আমাদের এ উন্নয়ন অগ্রযাত্রায় করদাতাগণের ভূমিকা অনেক। আপনাদের আত্মদানের কারণে আজ আমরা এখানে আসতে পারছি। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এখন মধ্যম আয়ের দেশ। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মাঝে এই মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মথ্যম আয়ের দেশে উন্নীত হওয়া। এরপর ২০৪১ সালে উন্নত দেশের কাতারে যাওয়া। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ট্যাক্স দিতে হবে।’