শেয়ারবাজারের ৫ কোম্পানির উৎপাদন বন্ধ, ২টিতে তালা

মিউচ্যুয়াল ফান্ড বাদে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৭৭টি। বিনিয়োগকারীদের আলাপ-আলোচনায় শোনা যায়, কোম্পানিগুলোর মধ্যে অন্তত দুই ডজনের বেশি কোম্পানি উৎপাদনে নেই।আলোচিত বন্ধ কোম্পানিগুলোর প্রকৃত সংখ্যা নিরুপণ করতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উদ্যোগ গ্রহণ করেছে। বিএসইসির অনুমতি সাপেক্ষে ডিএসইর পরিদর্শক দল এরই মধ্যে ১৪টি কোম্পানি পরিদর্শন করেছে। পরিদর্শনে পাঁচটি কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ পায়। দুটি কোম্পানির কারখানায় তালা থাকায় প্রবেশ করতে পারেনি।উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স, রিজেন্ট টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ও জাহিনটেক্স।এ ছাড়া নর্দান জুট ম্যানুফ্যাকচারিং ও দুলামিয়া কটন স্পিনিং উভয় কোম্পানির কারখানার প্রবেশদ্বারে তালা থাকায় প্রবেশ করতে পারেনি ডিএসই পরিদর্শন দল।