শেয়ারবাজারের ৪ ব্যাংকে আটকে আছে রপ্তাানি তহবিলের ৩ হাজার কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ ব্যাংকে রপ্তানি আদেশের কাঁচামাল আমদানির ১০ হাজার কোটি টাকার বড় একটি অংশ আটকে আছে বলে বলছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।যার ফলে ব্যাংকগুলোর জন্য বিদেশের বাজার থেকে কাঁচামাল কেনার জন্য স্থানীয় রপ্তানিকারকদের ঋণ দিতে এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড (ইএফপিএফ) থেকে পর্যাপ্ত তারল্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।এ চার ব্যাংক হলো- ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।এর আগে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে ছিল। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এস আলমের ঘনিষ্ঠদের বোর্ড থেকে বাদ দেওয়া হয়।তারপরও তারল্য সংকটের কারণে বাংলাদেশ ব্যাংককে তিন হাজার ৩৫ কোটি টাকা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকগুলোকে। তাই ঋণ পরিশোধের সময়সীমা বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংক আশা করছে, ব্যাংকগুলোর পরিস্থিতি ধীরে ধীরে ভালো হচ্ছে। সামনে অন্যান্য ব্যাংকের মতো এ ব্যাংকগুলোও ঋণ পরিশোধে সমর্থ হবে।