শেয়ারবাজারে শুভ ইঙ্গিত!
সপ্তাহের প্রথম তিন কাযদিবসে শেয়ারবাজারে টানা পতন থাকলেও চতুর্থ কার্যদিবসে বুধবার (০৪ জানুয়ারি) সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। যা মন্দা বাজারের তুলোনায় একটি বড় উত্থান। অর্থাৎ তিন কাযদিবসে যে পরিমাণ সূচক কমেছে একদিনেই প্রায় তার সমপরিমাণ সূচকের উত্থান হয়েছে। এদিন লেনদেনেও ছিল উর্ধ্বগতি। যা শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জানা গেছে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম বলেছেন ২০২৩ সালে প্রথম দিকেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। জানুয়ারি মাসে না হলেও প্রথম প্রান্তিকেই (জানুয়ারি-মার্চ’২৩) শেয়ারবাজার ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।আজ শেয়ারবাজারে যে উত্থান হয়েছে, তা বিএসইসির চেয়ারম্যানের কথার সাথে সমন্বয় রয়েছে। অর্থাৎ শেয়ারবাজার পতন থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০২.৬২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫.৮৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৬.৮৫ পয়েন্টে।ডিএসইতে আজ ২৯১ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯২ কোটি ২১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৯০ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, শেয়ার দর কমেছে ৯০টির এবং ১৮৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৫.৪১ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ৩৮টির আর ৯৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।